কিশামত চন্দ্রপুর গ্রাম ভাদাই ইউনিয়ন

কিশামত চন্দ্রপুর গ্রাম ভাদাই ইউনিয়ন

কিশামত চন্দ্রপুর আদিতমারী থানার পশ্চিমে অবস্থিত, এটি ভাদাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড।  গ্রামটি দেখতে খুবই সুন্দর সবুজে ঘেরা মনোরম পরিবেশ ।গ্রামটি যেমন দেখতে সুন্দর তেমনি সুন্দর হচ্ছে মানুষের মন। এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত ,গ্রামের মাঝে গেছে পাকা সড়ক ও রেললাইন ।

এই গ্রামের মানুষের প্রধান জীবিকার উৎস হচ্ছে কৃষিকাজ।  এখানে সারাবছর কৃষি পণ্য উৎপাদন করা হয়, এবং দেশের বিভিন্ন জায়গায় সেগুলোর ব্যাপক চাহিদা ।এই গ্রামে প্রধানত দুই ধর্মের মানুষ বেশি বাস করে হিন্দু এবং মুসলিম । এই গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় যার নাম কিশামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ছোট-বড় মসজিদ ও মন্দির।আকর্ষণীয় জায়গার মধ্যে সবুজ ঘেরা মাঠ, বিল,পুকুর একটি ছোট নদী। এখানকার মানুষ যেসকল কৃষি পণ্য উত্পাদন করে তার মধ্যে ধান,পাট,গম,তামাকএছাড়া অনেক কিছু।

এই গ্রাম সম্পর্কে কোন কিছু তথ্য জানার থাকলে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়- স্বজন কুমার মোহন্ত, মোবাইল নম্বর:০১৬২৮৫২৮৭৬০

EFFECTS cee2bdec