কাশিমপুর গ্রাম গান্না ইউনিয়ন
কাশিমপুর গ্রামটি ঝিনাইদহ জেলার সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড। গ্রামটি আয়তনে মাঝারি,উত্তর দক্ষিণে প্রায় ২ কিলোমিটার প্রশস্ত এবং পুর্ব পশ্চিমে ২ কিলোমিটার দীর্ঘ।
এইগ্রামের পাশ ঘেষে বয়ে গেছে চিত্রা নদী। যদিও নদীটি তার জৌলুস হারিয়েছে অনেক আগেই; নদীর পরিচয় দেওয়াটা কষ্টের, খানিকটা লজ্জারও। বর্ষাকালে কিছুদিন তার দেখা মিললেও ইদানীং বর্ষাকালকেই খুঁজে ফিরতে হচ্ছে আর… যাক সে কথা।
গ্রামের প্রতিষ্ঠানগুলো হলোঃএখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মসজিদ ও একটি বাজার আছে যা কাগজে কলমে জিয়ানগর হলেও জনমুখে তা তীরমনি বা চুলকানির বাজার নামেই পরিচিত। এমন নামকরণের বিস্তর ইতিহাস আছে; সে কথা অন্যদিন হবে।
এইগ্রামে অনেক শ্রেণি পেশার মানুষ রয়েছেন, শিক্ষার হারও উল্লেখজনক। এখানকার মানুষ অতিথি পরায়ন, শান্তিপ্রিয় তবে বৃহত্তর যশোর জেলার একটি মহোকুমা থাকার দরূণ আলস্য রক্তে মিশে আছে যা এখোনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।
এইগ্রামের উল্লেখযোগ্য দিক হলো এখানে প্রচুর পরিমাণে আম চাষ হয়। পাশাপাশি কলা, পান, আখ, তুলা এককথায় ঝিনাইদহ জেলার বৈশিষ্ট্য এখানে খুঁজে পাওয়া যায়।
এই গ্রামের যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন- ইমরান,, মোবাইলঃ01842-628342
আড়ফাঙ্গাশিয়া গ্রাম বারাসাত ইউনিয়ন আড়ফাঙ্গাশিয়া গ্রাম খুলনা জেলার তেরখাদা উপজেলার উত্তর দিকের শেষ সীমানা সংলগ্ন…
উত্তর বাগবের গ্রাম পাঁচথুবি ইউনিয়ন বাংলার সবুজ শ্যামল গ্রাম বলতে যা বুঝায়, তারই প্রকৃত নিদর্শন…
বানিপাকুরিয়া গ্রাম নয়ানগর ইউনিয়নগ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের জামালপু জেলার মেলান্দহ উপজেলার ৫…
পাঠলী গ্রাম রাজিউড়া ইউনিয়ন তেলিখালের উত্তরে পাঠলী গ্রাম টি অবস্থিত। এই গ্রামের আদিকাল তেকেই মানুষ…
ডিপি পাড়া গ্রাম লক্ষীছড়ি ইউনিয়ন পরিচিতিঃ ঐতিহ্যবাহী "ডিপি পাড়া" গ্রামখানি খাগড়াছড়ি জেলার অধীনস্হ লক্ষীছড়ি উপজেলার…
বাহের চন্দ্রপুর গ্রাম চন্দ্রপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড, পোস্ট কোডঃ৮০০২, পশ্চিমেঃমাহমুদপুর, পূর্বেঃবিনোদপুর, দক্ষিনেঃহবিপুর, উত্তরেঃচন্দ্রপুর। উল্লেখ…