কালসার গ্রাম বাদৈর ইউনিয়ন
বাংলা সাহিত্যের কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ‘ঝর্নার গান কবিতায় লিখেছেন বন ঝাউয়ের ঝোপগুলাে কালসারের দল চরে লেখক শফিকুল ইসলাম কালসার গ্রন্থে লিখেছেন শিরদাড়ায় কালাে দাগ বিশিষ্ট এক প্রকার হরিণকে ডাকা হয় কালসার। এখান থেকেই আমরা পাই কালসার নামকরণ। প্রায় ২/৩শত বছর পূর্বে এ গ্রামটি গভীর জঙ্গল ছিল। তখন এখানে ডােরাকাটা হরিণ বিচরণ করত।
তাই গ্রামের নাম কালসার। কিংবদন্তি আছে এ গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামে প্রাচীনকালে কালে খা, বরুণ খা ও মেহের খাঁ নামে তিন ভাই ১৭৫৭ সালের পলাশির যুদ্ধে হেরে গিয়ে এ অঞ্চলে আশ্রয় নেন। কালে খাঁর নামে কালসার, বরুন খার নামে বর্নী, মেহের খার নামে মেহারি ।