কামারখালী গ্রাম গোয়ালকান্দি ইউনিয়ন
আমাদের গ্রামের নাম কামারখালী, পোষ্ট অফিস পীরগাছা বাজার, উপজেলা বাগমারা, জেলা রাজশাহী। আমাদের গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে বারানোই নদী, উত্তর দিকে বিশাল আকারের বিল তারপর চেউখালী গ্রাম, পূর্ব দিকে নলডাঙ্গা উপজেলার কোমরপুর গ্রাম আর পশ্চিম দিকে রামরাম গ্রাম। এই গ্রামে প্রায় ৫০০ ঘর লোকের বসবাস খুব ছোট এবং সুন্দর একটি গ্রাম, এই খানে সবাই মিলেমিশে বসবাস করে, কোনো কোলাহল নেই।
এইখানে একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় আর একটি মাত্র খেলার মাঠ আছে। মসজিদ আছে ৪ টা আছে মন্দির ৩টা। আমাদের গ্রামে খুব একটা শিক্ষিত মানুষ নেই হাতেগোনা কয়েকজন আছে, বেশিরভাগ দিন মুজুর আছে শিক্ষক, চাকুরিজীবী, ব্যবসায়ী। সব মিলিয়ে এখানে সবাই ভালোভাবে বসবাস করতে পারে কারণ কোনো ধরনের কোলাহল নেই।
আরো জানতে চাইলে যোগাযোগ করতে পারেন:
মোঃ আখতারুজ্জামান রনি
মেবাইল নম্বর: ০১৭৫১-৫৬৬১৫৩