কল্যাণপুর গ্রাম তালবাড়ীয়া ইউনিয়ন

গ্রামের দৃশ্য ছবি

কল্যাণপুর গ্রাম তালবাড়ীয়া ইউনিয়ন

আমার গ্রামের নাম কল্যাণপুর। গ্রামটি পদ্মা নদীর তীরে অবস্থিত। গ্রামের দুইটি নাম রয়েছেঃ একটি নাম “নওদা কল্যাণপুর” অন্যটি “কল্যাণপুর”। এখানকার অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। এলাকার প্রধান অর্থকারী ফসল তামাক। যদিও এখানে ভিবিন্ন ধরনের সবজি এবং ধান, পাট, চিনাবাদাম, কলা, পানসহ আরোও অন্যান্য ফসলের চাষ করা হয়।

গ্রামের মাঝ দিয়ে দাদাপুর হাইওয়ে ভেড়ামারা হয়ে ঢাকা চলে গেছে। গ্রামটি তালবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর অন্তর্গত। গ্রামের মানুষ খুবই সহজ-সরল প্রকৃতির। অবসর সময়ে তারা চায়ের দোকানে আড্ডা দিতে ভালোবাসে। গ্রামে একটি প্রাইমারি স্কুল এবং একটি চিকৎসা কেন্দ্র রয়েছে। গ্রামের অনেক শিক্ষিত যুবক ঢাকাসহ বিভিন্ন জেলাতে চাকুরি করে। অনেকে আবার আর্থিক সমস্যার কারণে লেখাপড়া ছেড়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। তারা ছোট বেলা থেকেই কৃষি কাজসহ অন্যান্য কাজ করে। 

মোবাইলঃ 01714-674266