ভলাকুট ইউনিয়ন
ভলাকুট ইউনিয়ন টি নাসিরনগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ২নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নাসিরনগর থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৩ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের অংশ বিশেষ। ভলাকুট ইউনিয়নের আয়তন প্রায় ৩০.৯১ বর্গ কিলোমিটার । নাসিরনগর উপজেলা সদরের পশ্চিম দিকে অবস্থিত। এই ইউনিয়নের উপজেলা সদর হতে দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এই ইউনিয়নের উত্তর দিকে রয়েছে গোয়ালনগর ইউনিয়ন, পূর্ব দিকে কুণ্ডা ইউনিয়ন , দক্ষিণ দিকে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন এবং পশ্চিম দিকে রয়েছে চাতলপাড় ইউনিয়ন, মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন।
গ্রামসমূহ
দূর্গাপুর
বারইচিড়া
বালিখোলা
খাগালিয়া
কান্দি
কান্দিপাড়া
কঠুই
বাঘী
নামকরণ ও ইতিহাস
অনেক বছর আগে এই ইউনিয়নে বহু বিশিষ্ট ভদ্র লোক এই গ্রামে বাস করতেন। এই কারণে গ্রামটি ভদ্রকোট নামে পরিচিত ছিল। কালক্রমে ভদ্রকোট থেকে ভলাকুট নামকরণ করা হয়