উত্তর গাও গ্রাম তন্তর ইউনিয়ন
আমার গ্রাম হচ্ছে প্রিথিবির সবচেয়ে সুন্দর তমো একটা গ্রাম আমার গ্রমের নাম উত্তরগাও আমার গ্রমের দক্ষিণ পাসের গ্রামের নাম হচ্ছে দক্ষিনচার গাও উত্তরে পানিয়া পুরবে হচ্ছে খিলগাও পসচিমে হলো পুরারবাগ আমার গ্রামের দক্ষিণে সেস প্রান্ত ঘিরে বর রাস্তা আছে জেখান দিয়ে গাংচিল পরিবহন নামে একটা বাস সার্ভিস চালু রয়েছে গ্রামের মাঝামাঝি রয়েছে মসজিদ মাদ্রাসা মাদ্রাসায় আসতে হলে নওপারা হাইস্কুলের সামনে দিয়ে কাচা রাস্তা দিয়ে আসতে পারবেন আবার মৃধা বারির মোড় হতে ইটের রাস্তা ধরে রিপন কাকার দোকান হয়ে ও আসা যায় উত্তরগাও এর বর প্রাপ্তি হলো এই গ্রামে দিরঘো ২৭ বছর চেয়ারম্যান ছিলেন হজি মোঃ করিম বক্স মৃধা
তারপর ১০ বছর চেয়ারম্যান ছিলেন হাজি মোঃসিদ্দিকুর রহমান সাহেব তারপর প্রায় ১০ বছর চেয়ারম্যান ছিলেন হাজি মোঃ আওলাদ হোসেন সাহেব তবে এখন আর চেয়ারম্যান নাই আমাদের গ্রামে এখন অবশ্য প্রায় সবার কাছে টাকা হয়ে যাওয়ার কারণে কেউ কাউকে মানেনা মানতে চায় না তাইতো এখন আমাদের গ্রামে দুইটা মাদ্রাসা