ইব্রাহিমপুর গ্রাম ইব্রাহিমপুর ইউনিয়ন
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই ইব্রাহিমপুর , মহান আল্লাহপাক যেন তাঁর সব স্বাদ এক করে আমাদের এই গ্রামকে সাজিয়েছেন এক মোহনীয় সাজে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মধ্যাংশে ইব্রাহিমপুর ইউনিয়ন তথা ইব্রাহিমপুর গ্রামের অবস্থান।
ইব্রাহিমপুর গ্রামের উত্তরে নবীনগর পৌরসভা, পূর্বে বিটঘর, দক্ষিণে করইবাড়ি-জিনোদপুর, পশ্চিমে রসুল্লাবাদ গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়নাভিরাম আমাদের ইব্রাহিমপুর গ্রামসহ আরো ০৪ টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে ইব্রাহিমপুর ইউনিয়ন।
এই গ্রামের আয়তন প্রায় ১০ বর্গ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইব্রাহিমপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৩৫৯৭জন, এর মধ্যে ইব্রাহিমপুর গ্রামের লোকসংখ্যা ৯২৬৩ জন। ইব্রাহিমপুরে মোট পরিবারের সংখ্যা ১৯০৭ টি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০৫৯ জন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এ গ্রামের সাক্ষরতার হার ৫১.৭%।
এতে পাঁকা রাস্তা প্রায় ৩ কিলোমিটার, কাঁচা রাস্তা প্রায় ৯ কিলোমিটার, এই গ্রামে ২৫টি ব্রীজ এবং ১৫ টির মত কালভার্ট রয়েছে। এখানে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি কিন্ডারগার্টেন, ০১ টি এতিমখানা ও ১টি মাদ্রাসা রয়েছে। এই গ্রামে কৃষি জমির পরিমাণ প্রায় ৭০২ হেক্টর, এক ফসলি জমির পরিমাণ প্রায় ১৭০ হেক্টর, দুই ফসলি জমির পরিমাণ প্রায় ৩৭০ হেক্টর, তিন ফসলি জমি পরিমাণ প্রায় ৪৫ হেক্টর। এই গ্রামের প্রধান ফসল : ধান, গম, আলু, মরিচ, সবজি ।
এ গ্রামে গভীর নলকূপের সংখ্যা প্রায় ৭৫টি, অগভীর নলকূপ প্রায় ৮৫০ টি, দিঘীর সংখ্যা ৩টি। আর্সেনিক মাত্রা ০.৫, একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং ১টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। স্বাস্থ্য সম্মত পায়খানা ৯৬% , মসজিদ ২৩টি, ৩ টি মন্দির,২ টি শ্মশান, ব্যাংক এশিয়া ও ইসলামী ব্যাংক এর নামে ২টি এজেন্ট ব্যাংকিং সেবা, একটি কেন্দ্রীয়সহ মোট ঈদগাহ ৩টি, একাধিক পারিবারিক কবরস্থান ও একটি কেন্দ্রীয় কবরস্থান এবং ১ টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র রয়েছে।
গ্রামটিতে ২টি হাট-বাজার, ২ টি স’মিল, ৪টি সংগঠন রয়েছে। ইব্রাহিমপুর সুফী আজমত উল্লাহ (রঃ) এতিমখানা ও মাদ্রাসাটি দানবীর পীরে কামেল হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ দায়েম উল্লাহ (রঃ) স্থাপন করেন। উনার প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বিভাগের একটি অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসার নজির স্থাপন করে চলছে। অত্র প্রতিষ্ঠানের ক্যাম্পাসেই উনার মাজার শরীফ রয়েছে। প্রতিদিন অসংখ্য ভক্ত ও শিষ্য এই মহান দানবীর পীরে কামেল সুফি সাধকের মাজার জিয়ারত করতে আসেন। ইব্রাহিমপুর গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এ গ্রামের প্রায় সব বাড়িতেই বিভিন্ন জাতের বাঁশ গাছ ( বাঁশ একধরনের ঘাস) রয়েছে। তাই এ গ্রামের উপজেলার সবচেয়ে বড় বাঁশের বাজার রয়েছে।
আমাদের এই গ্রামে শত শত বছরের ঐতিহ্য ধারণকারী কুমার পাড়া রয়েছে। যারা আজও তাদের পূর্ব পুরুষের কর্মযজ্ঞ লালন করে আসছে। এ গ্রামের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া যুগিধারা খাল যা (তিতাস নদীর অংশ)এই গ্রামের অনেক মানুষের জীবিকা নির্বাহের কারণ।মহান মুক্তিযুদ্ধে এ গ্রামের মানুষের বিশেষ অবদান রয়েছে। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে এ গ্রামে অনেক নিদর্শন রয়েছে। প্রাচীন জমিদার বাড়ি (রায় বাড়ি) এখনো কালের স্বাক্ষী হয়ে আছে।
এই গ্রামে উল্লেখযোগ্য পরিমাণ হিন্দু সম্প্রদায়ের লোকজন রয়েছে। হিন্দু – মুসলমানের সহাবস্থান এ গ্রামে অনুসরনযোগ্য। আমাদের গ্রামটি উপজেলায় আদর্শ একটি গ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামে মুক্তিযোদ্ধা, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা- কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এডভোকেট, রাজনীতিবিদ, রেমিটেন্সযোদ্ধাসহ অনেক সূর্য সন্তান জন্ম গ্রহণ করেছেন, যাঁদের অনেকেই আজ আমাদের মাঝে নেই।
ইব্রাহিমপুর গ্রামে যেসব কৃতিসন্তানেরা জীবিত আছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
স্বত্ব: সংরক্ষিত মোঃ তাজুল ইসলাম সুবায়েল ,বিএসসি (অনার্স),এমএসসি ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়; বিএড। ইব্রাহিমপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
আপনি কি সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেছেন? আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন? এই…
১. ভূমিকা ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট হলো বায়োমেট্রিক পাসপোর্ট যা একটি ইলেকট্রনিক চিপ সহ ইস্যু…
বর্তমান বিশ্বায়নের যুগে, জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম জানা এবং তা অনুসরণ করা প্রতিটি বাংলাদেশি…
জন্ম নিবন্ধন সনদ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যা প্রত্যেক নাগরিকের পরিচয় নিশ্চিত করে। এটি…
জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি সহজেই ঘরে বসে আপনার Birth certificate check…
চলুন জেনে নেয় ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস সম্পর্কে , ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট…
View Comments
আমাদের গ্রামে সবাই কে আমন্ত্রণ........ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য.....