আমতলী গ্রাম বীরগাঁও ইউনিয়ন

আমতলী গ্রাম বীরগাঁও ইউনিয়ন

গ্রামের নাম আমতলী , থানা ;নবীনগর, জেলা ; ব্রাহ্মনবাড়ীয়া ,পো;বীরগাঁও । আমাদের গ্রামের দক্ষিন দিকে গাজিরকান্দি, উত্তর দিকে নামকরা ও বৃহত্তর বাইশমৌজা বাজার ও আমতলী সাহেব বাড়ি, পূর্বদিকে সাতঘরহাটিও থানারকান্দি এবং পশ্চিম দিকে শিবপুর ও বীরগাঁও ।

গ্রামের নামকরণ : আমতলী গ্রামের পূর্ব নাম ছিল কাসিমনগর কিন্তু এই গ্রামে প্রচুর আম গাছ থাকার কারণে কালক্রমে গ্রামটির নাম হয়েছে আমতলী। নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের একটি গ্রাম আমতলী। এই আমতলী গ্রামটি কোনাে একসময় চর ছিল। ধারণা করা হয় , এই চর অঞ্চলটিতে যখন মানুষের বসতি শুরু হতে থাকে , তখন এখানে প্রকাণ্ড একটি আমগাছের অস্তিত্বের কথা শােনা যায় । এই আমগাছটি ছিল জনবসতির প্রথম সাক্ষ্য । ফলে দেখা যায় , আমগাছটির নামানুসারে এ অঞ্চলটির নামকরণ হয় আমতলী । আবার আমতলী নামকরণের পশ্চাতে আরও একটি তথ্য রয়েছে যে , এ স্থানটিতেও প্রচুর আম গাছ ছিল । বলে জায়গাটির নামকরণ হয় আমতলী । তবে রহস্য যাই হােক না কেন , আমগাছকে কেন্দ্র করে যে এই গ্রামের নামকরণ হয়েছে তা সত্য।

আয়তন ১.৭৫ কি.মি [প্রায়] ও জনসংখ্যা ১৫০০ জন[প্রায়]। সবচেয়ে লক্ষণীয় যে,এই সবগুলো গ্রাম দ্বারা এই গ্রামকে আচ্ছাদিত করে রাখছে । গ্রামের মাঝখান দিয়ে একটি রাস্তা বয়ে গেছে। গ্রামের পূর্বদিকে সুন্দর একটি বিল রয়েছে । পূর্ব ও পশ্চিম দিকে বিশাল ফসলের মাঠ। মজার বিষয় হলো পূর্বে নাকি গ্রামটি আমের জন্য বিখ্যাত ছিল । উত্তর দিকে ভয়ংকর পাগলা নদী ও উত্তর পশ্চিম দিকে বৃহৎ মেঘনা নদী অবস্থিত ।

এই নদীর তীরে বাইশমৌজা বাজার অবস্থিত । আমাদের গ্রামে বিখ্যাত কোনো ব্যক্তি নেই তবুও আমি আমার গ্রামকে নিয়ে গর্ববোধ করি । কারণ গ্রামের মানুষ গুলো সুশীল শিক্ষানুরাগী,ভদ্র, আপ্যায়নপ্রিয় । দাঙ্গা হাঙ্গামা ও ঝগড়া মোটেও পছন্দের নয়। এই গ্রামে ৪টি মসজিদ, ১টি মাদ্রাসা ও ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে । সবশেষে, প্রাকৃতিক দৃশ্য, ফসলের মাঠ, পাগলা , মেঘনা নদীর পাড় ও গ্রামের মানুষ গুলো গ্রামটিকে সৌন্দর্যে ভরে তুলেছে ।
গ্রামের মানুষের স্বপ্ন ও আশা নবীনগর টু আশুগঞ্জ হাইওয়ে রাস্তা ও পাগলা নদী ব্রীজ ।


তথ্য সংগ্রহক মো: রমজান