আবদুল্লাহপুর গ্রাম তিলকপুর ইউনিয়ন
আবদুল্লাহপুর গ্রাম জয়পুরহাট জেলার সর্ব দক্ষিণ পশ্চিমে অবস্হিত জেলার শেষ গ্রাম। গ্রামের পশ্চিমে নওগাঁ ও দক্ষিণে বগুড়া জেলার অবস্হান। গ্রামের অধিকাংশ অধিবাসী পাহান সম্প্রদায়ের আদিবাসী। দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায় ইসলাম ধর্মালম্বী। রাজবংশী হিন্দু সম্প্রদায় মাত্র একটি পরিবার। প্রতিটি পরিবার কৃষি নির্ভর।
সরকারী বেসরকারী চাকুরীজিবীর সংখ্যা নেই বল্লেই চলে। শিক্ষার হার সন্তোষজনক নয়। কৃষি পন্য হিসেবে ধান প্রধান ফসল। এছারা আলু মরিচ টমেটো কপি ছাড়াও আরও কিছু ফসল উৎপাদিত হয়। তিনটি মসজিদ রয়েছে আলাদা আলাদা তিন পাড়ায়। সম্প্রদায়ীক সম্পর্ক অত্যন্ত ভালো।