আনন্দবাস গ্রাম বাগোয়ান ইউনিয়ন
আনন্দবাস (Anandabash) বাংলাদেশের পশ্চিম সীমান্তবর্তী একটা গ্রাম । আনন্দবাস গ্রামটি বাগোয়ান ইউনিয়নের ৭, ৮ , ৯, নং ওয়ার্ডএর আন্তভুক্ত ( বাগোয়ান ইউনিয়ন পরিষদ আনন্দবাস গ্রামে অবস্থিত) । মুজিবনগর উপজেলা ও মেহেরপুর জেলার এই গ্রামটিতে রয়েছে গৌরবউজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ও নয়নাভিরাম প্রাকিতিক পরিবেশ।
গ্রামের প্রধান সড়ক টি মুজিবনগর দর্শনা হাইওয়ের সাথে যুক্ত। গ্রামের দক্ষিণ দিকে মুজিবনগর কমপ্লেক্স ও বাগোয়ান, বল্লভপুর গ্রাম। পশ্চিম ও উত্তর ও উত্তরপূর্ব দিকে মাঠ পেরালে ভারতের পশ্চিম বাংলা এবং পূর্ব দিকে তারানগর ও জয়পুর গ্রাম। গ্রামের জনসংখ্যা ২০ হাজার এর কিছু বেশি । গ্রামের বেশির ভাগ মানুষ মুসলিম তবে কিছু পরিবার খ্রিস্টান ও হিন্দু আছে।
সুপ্রাচীন ইতিহাসে আমরা যে বাগোয়ান পরগনার নাম পায় সেটা থেকে প্রমান হয় এই অঞ্চলে লোকবসতি প্রাচীন কাল থেকেই। দেশ ভাগের আগে এই অঞ্চলের মানুষের সাথে ভারতের পশ্চিম বাংলার মানুষের ভালচলাচল ছিল। গ্রামের বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ তাছাড়া ব্যবসা চাকরি করে গ্রামের বিশাল সংখ্যক মানুষ । শিক্ষার হার ঊর্ধ্বমুখী । আনন্দবাস গ্রামে রয়েছে শতভাগ বিদ্যুৎ সুবিধা , গ্রামের প্রত্যেকটা প্রধান রাস্তা পাকা করা , এমনকি গ্রামের মাঠের রাস্তা পিচ করা।
আনন্দবাস গ্রামে রয়েছে ৩টি দুইতলাও২ টি একতলা বিশিষ্ট মজায়িক করা মসজিদ ও একটি মক্তব্ব । মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২ টি ও একটি মাধ্যমিক বিদ্যালয়, ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ধার গার্ডেন । গ্রামের মাঝের দিকে একটি বাজার আছে যেখানে সাপ্তাহিক দুইদিন হাট বসে আর রয়েছে একটি ঈদগা ময়দান যেখানে সম্পূর্ণ গ্রামের মানুষ এক সাথে নামাজ আদায় করেন। গ্রামের শিক্ষিত মানুষের একটা বড় অংশ দেশের অনেক উচ্চ পদে আছে । গ্রামের মাঠের দিকে পরিবেশ খুব মনমুগ্ধকর । গ্রামের পাশ দিয়ে একটা সুন্দর খাল আছে যেটা গ্রামের সুন্দর্য অনেক বাড়িয়ে দেয়।
মুজিবনগর উপজেলার রাজনৈতিক আতরঘর হিসেবে পরিচিত আমাদের আনন্দবাস । সব দলের উপজেলার রাজনীতির প্রধান ব্যক্তি গুলো আনন্দবাস থেকে উঠে এসেছে । তবে গ্রামে রাজনৈতিক কোন অশান্তি নেই।
কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…
বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…
রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…
নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ বাছুরআলগা উত্তর বাছুরআলগা দক্ষিন রামপুর…
নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…
শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ সিংগাবরুনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ ঝুলগাও, গবিন্দপুর বরইকচি, চুকচকি সিংগাবরুনা…