অষ্টজঙ্গল গ্রাম কসবা উপজেলা

hard logo

অষ্টজঙ্গল গ্রাম কসবা উপজেলা

অষ্ট অর্থ আট। অর্থাৎ আটটি জল বুঝায়। প্রকৃতপক্ষে অজ্জ>অজ থেকে অষ্ট শব্দটি এসেছে। ‘অজ’ অর্থ খাটি নিতান্ত। অর্থাৎ অজজঙ্গল হলাে খাটি জঙ্গল। কৈখলা গ্রামের পূর্বদিকে বর্তমান তা সমতল জমি। পর্বে তা পরিপূর্ণ আমল ছিল। জঙ্গল কেটে এখানে জনবসতি গড়ে ওঠে।