অষ্টঘড়িয়া গ্রাম আচমিতা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

অষ্টঘড়িয়া গ্রাম আচমিতা ইউনিয়ন

আমাদের গ্রামের নাম অষ্টঘড়িয়া, এটি আচমিতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত একটি গ্রাম। এর উত্তর পাশে গনেরগাও দক্ষিন পাশে চাড়িপাড়া এবং কটিয়াদি পৌরসভা আংশিক, পশ্চিম পাশে আচমিতা এবং পূর্বপাশে কটিয়াদি পৌরসভা আংশিক ও মুমুরদিয়া ইউনিয়ন। এ গ্রামের প্রধান বাজার হলো চৈতারভিটা বাজার ও লক্ষিগজ্ঞ বাজার।  এ গ্রামে রয়েছে বাংলার বার ভূঁইয়াদের প্রধান ঈশা খা র স্মৃতি বিজড়িত কোটামন দীঘি ও বিশ্রামঘর।

আমাদের গ্রামের নামকরন নিয়ে অনেক ইতিহাস আছে, আমাদের গ্রামে নাকি ছোট ছোট আট টি টিনের ঘর ছিলো সেই জন্য সবাই একে আটঘরিয়া বলে ডাকতো, কালের পরিবর্তনে আটঘরিয়া থেকে অষ্টঘড়িয়া হয় ( কটিয়াদি ইতিহাস গ্রন্থ)। আমাদের গ্রামে দুশত বছরের পুরনো একটি মসজিদ আছে। আমাদের গ্রামে রয়েছে হিন্দুদের জন্য অনেক বড় মন্দির ( শ্রী শ্রী গোপিনাত জিউ.), এটা প্রায় ৪ শ বছরের পুরনো মন্দির। এখানে প্রতিবছর হিন্দু দের জন্য রথ যাত্রার আয়োজন করা হয়ে থাকে যেখানে পুরো জেলার মানুষ এসে থাকে।

গ্রামে অবস্থিত উল্লেখযোগ্য স্থাপনা ও প্রতিষ্টান অষ্টঘড়িয়া মিসেস হামিদা খাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অষ্টঘড়িয়া দাড়ুল উলুম কওমি মাদ্রাসা, অষ্টঘড়িয়া সি. ভি. জে. ইউ দাখিল মাদ্রাসা, মধ্য অষ্টঘড়িয়া জামে মসজিদ, চৈতারভিটা শাহী জামে মসজিদ সহ আমাদের গ্রামে সর্বমোট ১০ টি মসজিদ রয়েছে এবং শ্রী শ্রী গোপিনাথ জিউর মন্দির রয়েছে। 

আমাদের গ্রামের উল্লেখযোগ্য ব্যাক্তিদের মধ্যে রয়েছে জনাব মোঃ মাহবুবুর রহমান বাচ্চু চেয়ারম্যান, ওনি আচমিতা ইউনিয় পরিষদের তিন তিন বারের নির্বাচিত সফল চেয়ারম্যান এবং আমাদের গ্রাম থেকে প্রথম ও একমাত্র চেয়ারম্যান, ওনি শুধু আমাদের গ্রাম না পুরো ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে খুবই জনপ্রিয় ব্যাক্তি।  জনাব আশরাফ উদ্দিন আহমেদ মেনু মিয়া একজন সফল ব্যবসায়ী, আহমেদ এন্ড কোং গ্রুফের প্রতিষ্টাতা, জনাব হাবিবুর রহমান বুলবুল উপ পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা।